fbpx
BBS_AD_BBSBAN
৮ই ডিসেম্বর ২০২২ | ২৩শে অগ্রহায়ণ ১৪২৯ | পরীক্ষামূলক প্রকাশনা

হাবিবের সুর-সংগীতে রোদেলার কণ্ঠ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি। তার অধিকাংশ জনপ্রিয় গানই হাবিব ওয়াহিদের সঙ্গে। এবার মায়ের পথেই হাঁটলেন ন্যানসি কন্যা রোদেলা।

প্রথমবারের মতো হাবিবের সুর ও সংগীতে একটি গানে কণ্ঠ দিলেন তিনি। ‘বাধাহীন মনের গল্প’ শিরোনামের গানটি লিখেছেন মারুশা। ৪ জুন হাবিবের স্টুডিওতে গানটির রেকর্ড হয়।

শিগগিরই গানটি হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে প্রচার হবে বলে জানা যায়।

ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে গত ১২ মে রোদেলার প্রথম মৌলিক গান প্রকাশ পেয়েছিল। মহসীন মেহেদী ও এহসান রাহীর লেখা এবং এহসান রাহীর সুরে গানটির সংগীত করেছেন মীর মাসুম।

কাজী নজরুলের জনপ্রিয় গান ‘প্রজাপ্রতি প্রজাপতি’, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা ও হেমন্ত মুখোপাধ্যায়ের ‘অলির কথা শুনে’ লাকী আখন্দের ‘আমায় ডেকো না’ গানগুলোতে এর আগে কণ্ঠ দিয়েছেন রোদেলা।

Advertisement
Share.

Leave A Reply