Advertisement
ভক্তদের লেখা গানের কথা নিয়ে নতুন গান তৈরি করলেন দেশের জনপ্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদ।
‘বৃষ্টি যদি আর না থামে আজ’ শিরোনামের এই গানে হাবিবের সঙ্গে কণ্ঠ দিয়েছেন আরেক জনপ্রিয় শিল্পী ন্যানসি। হাবিব-ন্যানসি জুটি মানেই নতুন কিছু। এবারও তাই যেন প্রমাণ হলো।
৩০ জুলাই রাতে গানটি হাবিব তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন। প্রকাশের পর থেকে হাবিব ভক্তরা গানটির প্রসংশা করে নানান প্রতিক্রিয়া প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায়।
‘বৃষ্টি যদি আর না থামে আজ’ গানের জন্য মোট ছয়জন ভক্তের লেখা গ্রহণ করেছেন হাবিব। তারা হলেন-ইবরিয়াদ হাসান পুলক, ক্যাথরিন আলো মারদি, জাহিদ হাসান রাকিব, মুকুল চন্দ্র রায়, সুফিয়ান খান ও সাদাত হোসাইন। সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই।
Advertisement