fbpx

হাসপাতাল ছেড়েছেন মমতা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা সুস্থবোধ করায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
১২ই মার্চ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে তিনি কলকাতার পিজি হাসপাতাল থেকে ছাড়া পান।

পিজি হাসপাতালের অধ্যক্ষ মণিময় বন্দ্যোপাধ্যায় গণমাধ্যমকে জানান, বাড়িতে যাবার পর ৪৮ ঘণ্টা চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন মমতা। সাত দিন পর ফলোআপের জন্য তাঁকে আবারও হাসপাতালে আসতে হবে।

মমতার চিকিৎসায় গঠিত চিকিৎসা বোর্ড জানিয়েছে, মমতা বন্দ্যোপধ্যায় আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন। তার পায়ের প্লাস্টার কেটে দেখা যায়, ফোলা অনেকটাই কমেছে। পরে আবার প্লাস্টার করে দেয়া হয়। শরীরের অন্যান্য ব্যাথাও কমেছে বলে জানিয়েছে বোর্ড।

উল্লেখ্য, ১০ই মার্চ বুধবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে বিভিন্ন মন্দিরে পূজা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেরার পথে  হামলার শিকার হন তিনি। এর আগে নন্দীগ্রাম বিধানসভা আসনে মনোনয়নপত্র জমা দেন তিনি। হামলার পর কলকাতা পিজি হাসপাতালে ভর্তি করা হয় মমতাকে।

Advertisement
Share.

Leave A Reply