fbpx

হাসিকান্না ২০২১

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কবি ও নির্মাতা টোকন ঠাকুর। ‘কাঁটা’ চলচ্চিত্রটি নির্মাণ করে আলোচনায় আসেন। যদিও কবি হিসেবে জনপ্রিয় তিনি পাঠক মহলে। তার জন্ম ঝিনাইদহে। পড়েছেন খুলনা আর্ট কলেজ; বিএফএ-এমএফএ ও ঢাকা চারুকলা ইনস্টিটিউটে। তার প্রথম কাব্যগ্রন্থ অন্তরনগর ট্রেন ও অন্যান্য সাউন্ড প্রকাশ পায় ১৯৯৮ সালে। বিবিএসবাংলার পাঠকদের জন্য রইলো তার একটি নতুন কবিতা।

হাসিকান্না ২০২১

সংখ্যালঘু দেখতে কেমন জানো?
সংখ্যাগুরু দেখতে কেমন হয়?
বাঁশখালিতে পুড়ে মরল কারা?
কুমিল্লায় আজ কাদের মুখে ভয়?

রামুতে যে মরেছে আক্রমণে
কী নাম তার? কী তার পরিচয়?
সাঁওতালি ঘর পুড়িয়ে দিল কারা?
রোহিঙ্গারা দেখতে মানুষ নয়?

রক্ত রক্ত রক্তমাখা ভূমি
ধর্ম ধর্ম ধর্ম কারে বলে?
মানুষ হত্যা কী আর এমন পাপ?
রাজনীতিতে সবই যখন চলে

রাজনীতিই তো আসল কথা গুরু
সংখ্যালঘু-ফগু কথার কথা সব
কে কতটা দখল করে খাবে
তার মহড়াই ধর্মীয়-মতলব

তাই নিয়েই তো দিন গড়িয়ে যায়
দস্যু আসেন মহান দাতার বেসে
তার ইচ্ছাই ধর্মশাস্ত্র, তিনি
মুচকি হাসেন কান্নাচাপা দেশে।

Advertisement
Share.

Leave A Reply