fbpx

হিমেশ রেশমিয়াকে চড় মারতে চেয়েছিলেন আশা ভোঁসলে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আর ডি বর্মণের সাথে নিজেকে তুলনা করে এক সময় তোপের মুখে পড়েন ভারতীয় গায়ক হিমেশ রেশমিয়া। তিনি দাবি করেছিলেন, আর ডি বর্মণও তার মতোই সুরে গান গাইতেন। কিন্তু আর ডি বর্মণকে তার মতো কখনও কটাক্ষের মুখে পড়তে হয়নি।

হিমেশের এই মন্তব্য কিছুতেই মানতে পারেননি বর্ষীয়ান গায়িকা আশা ভোঁসলে। এমনকি তিনি পরোক্ষভাবে হিমেশকে ‘চড়’ মারতে চেয়েছিলেন।

সেসময় হিমেশ দাবি করেন, পেশাগত জীবনের শুরুতে তিনি সুরে গান গাওয়ার জন্য তুমুল বিদ্রুপের শিকার হয়েছিলেন। এমনকি তার গান হিট হওয়ার পরেও এক শ্রেণীর শ্রোতারা অসন্তোষ প্রকাশ করতেন।

অনেকের মতে , ২০০৬ সালে একাধিক কটাক্ষ প্রতিহত করতেই আর ডি বর্মণের প্রসঙ্গ টেনে আনেন তিনি। তার বক্তব্য শুনে বেজায় অসন্তুষ্ট হয়েছিলেন আশা। ভারতীয় এক সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘কেউ যদি বলেন বর্মণ সাহেব নাক দিয়ে গাইতেন, তাকে চড় মারা উচিত।’

তবে আশার মুখে এ কথা শুনে নিজের ভুল বুঝতে পারেন হিমেশ। পরবর্তীতে তিনি বলেছিলেন, ‘আমি পঞ্চমদাকে কখনই অপমান করতে চাইনি। আমি লক্ষ্মীকান্ত-প্যারেলাল এবং পঞ্চমদার থেকেই গান তৈরি করতে শিখেছি। আমি কীভাবে ওকে অপমান করতে পারি?’

এমনকি তিনি আশার কাছে ক্ষমাও চেয়েছিলেন।

Advertisement
Share.

Leave A Reply