fbpx

হেফাজতে ইসলামের মহাসচিবের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জিহাদীর আজ মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। জানা যায়, বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নুরুল ইসলামের ছেলে মোর্শেদ বিনের তথ্য অনুযায়ী, গত শনিবার জাতীয় প্রেসক্লাবে মাগরিব নামাজের পর ওলামা মাশায়েকের একটি অনুষ্ঠান শেষ করে রাতে খিলগাঁওয়ের বাসায় ফেরার পথেই অসুস্থ হয়ে পড়লে তাকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানান, তার কিডনির সমস্যা ও হার্টে ব্লক ধরা পড়েছে, সে সময় তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর হেফাজতে ইসলামের মহাসচিব নুর হোসাইন কাসেমীর মৃত্যুর পর ২৩ ডিসেম্বর নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়।

তখন হেফাজতের আমির ছিলেন জুনায়েদ বাবুনগরী। গত ১৯ আগস্ট তার মৃত্যুর পর এখন মুহিবুল্লাহ বাবুনগরী আমিরের দায়িত্ব পালন করছেন।

Advertisement
Share.

Leave A Reply