fbpx

হেলেনা জাহাঙ্গীর আটক, বাসায় মিলল মদ-ইয়াবা-হরিণের চামড়া

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সম্প্রতি আওয়ামী-লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছে র‍্যাব।

গতকাল ২৯ জুলাই (বৃহস্পতিবার) রাত আটটার দিকে রাজধানীর গুলশান ২ এর ৩৬ নম্বর সড়কে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালায় র‍্যাব।

হেলেনা জাহাঙ্গীর আটক, বাসায় মিলল মদ-ইয়াবা-হরিণের চামড়া

ছবি : সংগৃহীত

প্রায় সোয়া চার ঘণ্টা অভিযান চালানোর পর। তার বাসা থেকে কয়েক বোতল মদ, বিদেশি মুদ্রা, বন্য প্রাণীর চামড়া, ক্যাসিনোর সরঞ্জাম ও ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

হেলেনা জাহাঙ্গীর আটক, বাসায় মিলল মদ-ইয়াবা-হরিণের চামড়া

ছবি : সংগৃহীত

এ বিষয়ে  হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ সংশ্লিষ্ট বিভিন্ন আইনে মামলা করা হবে বলে জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আল মঈন।

সম্প্রতি ফেসবুকে নেতা বানানোর ঘোষণা দিয়ে বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে ছবি পোস্ট করে আলোচনা সমালোচনায় আসে হেলেনা জাহাঙ্গীর। একটি ভিডিও তে দেখা যায় দেশের এমপি, মন্ত্রীদের নিয়েও কুরুচিপূর্ণ বক্তব্য দেন তিনি।

এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতিবহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি প্রদান করা হয়।

হেলেনা জাহাঙ্গীর আটক, বাসায় মিলল মদ-ইয়াবা-হরিণের চামড়া

ছবি : সংগৃহীত

অভিযান শেষে গতকাল রাত সোয়া ১২টার দিকে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। বেশ কিছু বিষয়ে বিস্তারিত তথ্য জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ।

মুলত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে হেলেনা জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করতে গতকাল রাত নয়টার দিকে র‌্যাব সদস্যরা তার বাসায় যান। সেখানে দীর্ঘ সময় তল্লাসীর পরে তাকে আটক করা হয়।

হেলেনা জাহাঙ্গীর আটক, বাসায় মিলল মদ-ইয়াবা-হরিণের চামড়া

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে আটকের পর তার মালিকানাধীন জয়যাত্রা  আইপি টিভি ও জয়যাত্রা ফাউন্ডেশন ভবনে অভিযান চালিয়েছে র‍্যাব ।

Advertisement
Share.

Leave A Reply