fbpx

হোল্ডিং নম্বর বা ট্রেড লাইসেন্স পেতে লাগবে নিজস্ব ফায়ার সেফটির ব্যবস্থা

Pinterest LinkedIn Tumblr +

নিজস্ব ফায়ার সেফটির ব‍্যবস্থা না রেখে ভবণ নির্মাণ করলে হোল্ডিং নম্বর কিংবা ট্রেড লাইসেন্স দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

রবিবার দুপুরে ইউরোপীয় ইউনিয়ন-ইকোর সহযোগিতায় সেভ দ্য চিলড্রেন আয়োজিত ‘নগরে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় আন্তঃসংস্থার সমন্বয়ের প্রয়োজনীয়তা’ শীর্ষক ভার্চুয়াল বৈঠকে একথা বলেন মেয়র।

বৈঠকে ডিএনসিসির মেয়র বলেন, ‘নিজস্ব ফায়ার সেফটির ব‍্যবস্থা না রেখে যারা ভবণ নির্মাণ করবেন তাদেরকে ডিএনসিসির পক্ষ থেকে হোল্ডিং নম্বর কিংবা ট্রেড লাইসেন্স প্রদান করা হবে না।‘

আতিকুল ইসলাম বলেন, ‘বিশ্বের অন্যতম জনবহুল নগরী রাজধানী ঢাকায় দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় সরকারি-বেসরকারি সব মিলিয়ে চল্লিশটিরও অধিক সংস্থা কাজ করে যাচ্ছে। সঙ্গত কারণেই যেকোন দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় আন্তঃসংস্থার সমন্বয়ের প্রয়োজনীয়তা অপরিসীম। এই সমন্বয়ের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের সর্বাত্মক সহযোগিতার দিয়ে যাবে।

এসময়, করোনা ভাইরাস মোকাবিলায় সকলকে সরকার কর্তৃক জারিকৃত ১৮ দফা নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান মেয়র।

Share.

Leave A Reply