fbpx

হোয়াইট হাউসের শীর্ষ পদে বাংলাদেশি জায়েন সিদ্দিক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফের কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি বংশদ্ভূত জায়েন সিদ্দিককের নাম ঘোষণা করা হয়েছে।

১৩ জানুয়ারি বাইডেন ট্রানজিশন টিমের নতুন ঘোষণা অনুযায়ী সিদ্দিককে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র উপদেষ্টা মনোনীত করা হয়েছে।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নিতে যাচ্ছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। তাঁর প্রশাসনে জায়েন সিদ্দিক নিয়োগ প্রাপ্ত হলে তিনিই হবেন মার্কিন প্রশাসনের প্রথম বাংলাদেশি বংশদ্ভূত সিনিয়র কর্মকর্তা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জায়েন সিদ্দিকের জন্ম বাংলাদেশে হলেও তার বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় ও ইয়েল ল স্কুল থেকে স্নাতক করেন। বর্তমানে তিনি বাইডেন-হ্যারিস ট্রানজিশনের গার্হস্থ্য ও অর্থনীতি বিভাগের শীর্ষ কর্মকর্তা। তিনি ২০২০-এ ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিসের প্রস্তুতি দলের সদস্যও ছিলেন।

Advertisement
Share.

Leave A Reply