fbpx

১০ প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন বন্ধ করলো বিকাশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

১০টি ই-কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের লেনদেন করবে না বলে জানিয়েছে বিকাশ। যথাযথ নিয়মকানুন অনুসরণ করে ব্যবসা পরিচালনা না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

শনিবার গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিকাশ কর্তৃপক্ষ সাময়িকভাবে এসব কোম্পানির সঙ্গে সেবা বন্ধ করার ঘোষণা দেয়। গ্রাহকের স্বার্থ সুরক্ষায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এই ১০ প্রতিষ্ঠান হচ্ছে- ইভ্যালি, আলেশা মার্ট, ধামাকা শপিং, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জ শপ, নিডস, কিউকুম, আলাদিনের প্রদীপ, আদিয়ান মার্ট ও বুম বুম।

১০টি প্রতিষ্ঠানের সঙ্গেই বিকাশের চুক্তি ছিল। কিন্তু ই–কমার্স প্রতিষ্ঠানগুলো যথাযথ নিয়মকানুন অনুসরণ করে ব্যবসা পরিচালনা করছিল না বলে বিকাশের পর্যবেক্ষণে উঠে এসেছে বলে জানা গেছে।

এর আগে গত ২২ জুন ব্র্যাক ব্যাংক এই ১০ প্রতিষ্ঠানের সঙ্গেই ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের মাধ্যমে কেনাকাটাসংক্রান্ত চুক্তি বাতিল করে। আর ২৩ জুন ব্যাংক এশিয়া ও ঢাকা ব্যাংক এবং ২৪ জুন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকও  গ্রাহকের স্বার্থের কথা বলে এই সব প্রতিষ্ঠানের সঙ্গে তাদের কার্ড ব্যবহার স্থগিত করে।

Advertisement
Share.

Leave A Reply