fbpx

১০ সংগীতশিল্পী গাইলেন ‘ও আমার দেশের মাটি’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রবীন্দ্রনাথ ঠাকুরের অসামান্য সৃষ্টি ‘ও আমার দেশের মাটি’ গানটি নতুন সংগীত আয়োজনে তৈরি হলো। বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গানটিতে নতুন করে কণ্ঠ দিয়েছেন দেশের ১০ কণ্ঠশিল্পী।

গানটির পরিকল্পনা, সমন্বয় ও সংগীতায়োজনে ছিলেন জয় শাহরিয়ার। এতে আয়োজক জয় ছাড়াও কণ্ঠ দিয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, শফিক তুহিন, এলিটা করিম, কিশোর দাস, সোমনুর মনির কোনাল ও রেহান রাসুল।

আলেশা মার্টের পৃষ্ঠপোষকতায় গানটির অডিও তৈরির পাশাপাশি চলছে ভিডিও তৈরির প্রক্রিয়াও। আজব কারখানার ব্যানারে এটি নির্মাণ করছেন বর্ণ চক্রবর্তী।

জয় শাহরিয়ার জানান, ২৬ মার্চকে লক্ষ্য করে দু’দিন আগেই (২৪ মার্চ) আজব রেকর্ডসের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে গানচিত্রটি প্রকাশ পাচ্ছে।

জয় আরও জানান, এই বিশেষ কাজটি তারা উৎসর্গ করছেন সকল বীর মুক্তিযোদ্ধাকে।

আজব রেকর্ডস নিশ্চিত করেছেন ফেসবুক-ইউটিউব ছাড়াও ২৬ মার্চ থেকে বিশ্বজুড়ে সকল গুরুত্বপূর্ণ গানভিত্তিক স্ট্রিমিং সাইটে এ গানটি শুনতে পাবেন শ্রোতারা।

Advertisement
Share.

Leave A Reply