fbpx

১১ এপ্রিল দেয়া হবে ‘স্বাধীনতা পুরস্কার’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পূ্র্ব সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার (২৪ মার্চ) স্বাধীনতা পুরস্কার দেওয়ার কথা থাকলেও সেই অনুষ্ঠান স্থগিত করে নতুন দিন নির্ধারণ করা হয়েছে। নতুন তারিখ অনুযায়ী, আগামী ১১ এপ্রিল ‘স্বাধীনতা পুরস্কার’ প্রদান করা হবে।

আজ বুধবার (২৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও বিধি অনুবিভাগ) সোলতান আহমদ সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আগামী ১১ এপ্রিল নয়জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২০২১ সালের স্বাধীনতা পুরস্কার প্রদান করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে পুরস্কার প্রদান করবেন।

এর আগে, গত ৭ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়া হয়। ১৯৭৭ সাল থেকে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছর এ পুরস্কার দিয়ে থাকে সরকার।

Advertisement
Share.

Leave A Reply