চলমান লকডাউনের মধ্যেই ১১ দিনের মাথায় খুলে দেওয়া হলো দেশের সকল দোকানপাট, শপিংমল ও সাধারণ মার্কেট।
২৫ এপ্রিল সকাল ১০টার আগ থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় শপিংমল ও দোকানপাট খুলতে দেখা যায়। বেড়ে যায় ক্রেতা ও বিক্রেতার ব্যস্ততা।
তবে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বেশ কিছু শর্তে দোকান মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার দোকানপাট ও শপিংমল খোলা রাখার এই সিদ্ধান্ত দিয়েছে।

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকানপাট-শপিংমল। ছবি : চন্দনা বিশ্বাস
গত শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখার উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে রোববার থেকে দোকানপাট-শপিংমল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে খোলা রাখা যাবে। বিধি প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট বাজার বা সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এর আগে গত ১৮ এপ্রিল রাজধানীর নিউমার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ দোকান মালিক সমিতি ২২ এপ্রিল থেকে দোকান ও শপিংমল খুলে দেয়ার দাবি জানিয়েছিল।