fbpx

১৫ দিনের রাষ্ট্রীয় সফরে বিদেশ যাচ্ছেন প্রধানমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইউরোপের তিন দেশ স্কটল্যান্ড, যুক্তরাজ্য ও ফ্রান্সে টানা ১৫ দিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল রবিবার থেকে রাষ্ট্রীয় সফর শুরু হবে বলে জানা গেছে।

এই সফরেই তিনি “জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬” এ অংশ নেবেন। আগামী ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত এই সম্মেলন স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে।

সম্মেলন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে লন্ডনে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

এরপর ১১ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনিসেফ বঙ্গবন্ধুর নামে অ্যাওয়ার্ড ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড ইন ইকোনমিক্স’ প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন সরকারপ্রধান।

আগামী ১৪ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে বঙ্গবন্ধু তনয়ার।

উল্লেখ্য, জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্রে প্রায় দুই সপ্তাহের রাষ্ট্রীয় সফর শেষে গত ১ অক্টোবর রাতে দেশে ফেরেন তিনি। এর এক মাস পর আবারও ১৫ দিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement
Share.

Leave A Reply