fbpx

১৬১ ইউপি ভোট: প্রচার শেষ মধ্যরাতেই

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আজ মধ্যরাতেই শেষ হচ্ছে নির্বাচনী প্রচার-প্রচারণা। ১৬১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ও নয়টি পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে নামছে র‍্যাব-বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

১৮ সেপ্টেম্বর (শনিবার) মধ্যরাতের পর কেউ নির্বাচনী প্রচারে গেলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রতি কেন্দ্রে নিয়োজিত থাকবে ২২ জনের ফোর্স।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব জনান, আইনানুয়ায়ী ভোট শুরুর ৩২ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হয়। ভোট শুরু হবে ২০ সেপ্টেম্বর সকাল ৮টায়। তাই শনিবার মধ্যরাত ১২টার পর আর কোনো প্রচার চালানো যাবে না।

যেসব পৌরসভায় নির্বাচন হবে, সেগুলো হলো -পঞ্চগড়ের দেবীগঞ্জ, যশোরের নওয়াপাড়া, ফরিদপুরের ভাঙ্গা, কুমিল্লার নাঙ্গলকোট, ফেনীর সোনাগাজী, নোয়াখালীর কবিরহাট, চট্টগ্রামের বোয়ালখালী এবং কক্সবাজার জেলার মহেশখালী ও চকরিয়া পৌরসভা। এসব কেন্দ্রে ভোট হবে আগামী ২০ সেপ্টেম্বর।

ষষ্ঠ ধাপের পৌরসভা নির্বাচনের সাথে এসব পৌরসভায় ভোট হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা স্থগিত করা হয়। পাশাপাশি, ১৬১ ইউপির ভোটও প্রথম ধাপের ইউপি নির্বাচনের সময় হওয়ার কথা থাকলেও তা স্থগিত রাখা হয়েছিল।

Advertisement
Share.

Leave A Reply