fbpx

১৬ মাস পর অভিবাসী ও পর্যটকদের জন্য দ্বার খুলছে মালয়েশিয়া  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনার কারণে টানা ১৬ মাস বন্ধ থাকার পর অবশেষে অভিবাসী কর্মী ও বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি দিচ্ছে মালয়েশিয়া।

শুক্রবার (২২ অক্টোবর) দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব এক বিবৃতিতে এ তথ্য জানান।

মহামারি ব্যবস্থাপনা সম্পর্কিত বিশেষ কমিটি বিদেশি শ্রমিকদের প্রবেশের প্রস্তাবিত মানসম্মত পরিচালন পদ্ধতির সঙ্গে একমত হয়েছে বলে বিবৃতিতে জানান।

অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে মালয়েশিয়া সরকার বলেছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম তেল উৎপাদনে গুরুতর শ্রম সংকট নিরসনের জন্য বৃক্ষরোপণ খাতে ৩২ হাজার বিদেশি কর্মী নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

শুধু তাই নয়, দেশটির বড় একটি অংশ অভিবাসী শ্রমিকের ওপর নির্ভরশীল। গ্লাভস থেকে আইফোন পার্টস পর্যন্ত সবকিছু উৎপাদনে এদের ভূমিকা অনস্বীকার্য। তাই প্রায় দুই মিলিয়ন নথিভুক্ত রাবার গ্লাভস শিল্পে তাদের চাহিদা মেটাতে বিদেশি শ্রমিকদের ফেরার অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন  করে।

রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, নভেম্বরের মাঝামাঝি থেকে মালয়েশিয়া নির্দিষ্ট আন্তর্জাতিক ভ্রমণকারীদের দ্বীপ ল্যাংকাউই দেখার অনুমতি দেবে। তবে অবশ্যই পর্যটকদের করোনা নেগেটিভ সনদ  থাকতে হবে এবং ভ্যাকসিনেশন সার্টিফিকেট দেখাতে হবে। পাশাপাশি ৮০ হাজার ডলারের ভ্রমণ বীমা থাকতে হবে।

Advertisement
Share.

Leave A Reply