fbpx

১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ, এহসান গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব হাসানকে ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করেছে র‍্যাব।

১০ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে তাকে গ্রেফতার করা করা হয়

লক্ষাধিক গ্রাহকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে পিরোজপুরের এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স লিমিটেড বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতেই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রাগীব হাসানকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। এ বিষয়ে দুপুরে র‍্যাবের এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় গত রবিবার সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী গ্রাহকেরা। জানা যায়, এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্সের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক রাগীব আহসান এলাকার মানুষের সঞ্চয়ী হিসাব চালু করেন। জমা টাকার ওপর মাসিক মুনাফা দেয়ার কথা বলে পাশ বইসহ বিভিন্ন ডকুমেন্ট দিয়ে টাকা জমা নেন। এরপর কয়েকমাস মুলাফা দিয়ে পরে তা বন্ধ করে দেন।

টাকা জমা করা ভুক্তভোগীরা তাদের টাকা ফেরত চাইলে তিনি নানা অজুহাত দেখাতে থাকেন। তিন বছর চলার পর এক পর্যায়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়।

অফিস বন্ধের আগেই এহসান গ্রুপে তাদের অফিসের সব ডকুমেন্ট সরিয়ে ফেলে।

Advertisement
Share.

Leave A Reply