fbpx

১৮ মাস পর প্রাণের সঞ্চার ঘটলো ঢাবির গ্রন্থাগারে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবির) কেন্দ্রীয় লাইব্রেরি ও বিজ্ঞান লাইব্রেরি। শিক্ষার্থীদের অন্তত করোনা টিকার এক ডোজ নেওয়া থাকলে লাইব্রেরিতে ঢোকার অনুমতি পাবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্যই মূলত গ্রন্থাগার খুলে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল দশটায় লাইব্রেরির তালা খুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাবি প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিযামুল হক ভুইয়া, বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নাসিরউদ্দিন মুন্সী।

গ্রন্থাগারে ঢুকতে হলে সবাইকে বাধ্যতামূলক টিকা কার্ড দেখাতে হবে। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত স্বাস্থ্যবিধি-মেনে শিক্ষার্থীরা সেখানে অবস্থান করতে পারবেন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর ঢাবির সিন্ডিকেট কমিটি স্বাস্থ্যবিধি মেনে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে ২৬ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও বিভাগ-ইনস্টিটিউটের সেমিনার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

লাইব্রেরিতে ঢুকতে মানতে হবে যেসব শর্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, আবাসিক হলসহ অন্যান্য স্থাপনা শিক্ষার্থীদের জন্য খুলে দিতে বিশ্ববিদ্যালয়ে কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সংক্রান্ত মানসম্মত পরিচালনা পদ্ধতি (SOP) প্রণয়ন করা হয়েছে। বিধিমালা অনুযায়ী গ্রন্থাগারে সকলকে বাধ্যতামূলকভাবে নিয়মিত ও সার্বক্ষণিক সঠিক নিয়মে নাক-মুখ ঢেকে মাস্ক পরিধান করতে হবে। স্বাস্থ্যবিধি পালনের জন্য সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।

স্বাস্থ্যবিধি অনুযায়ী পরস্পরের কাছ থেকে কমপক্ষে ১ মিটার (৩ ফুট) শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। গ্রন্থাগারে দলগত আলোচনা কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। গ্রন্থাগারের ফটোকপি ও প্রিন্ট মেশিনগুলো আপাতত ব্যবহার করা যাবে না। গ্রন্থাগার প্রাঙ্গণের অভ্যন্তরে এবং বাইরে শারীরিক দূরত্বের শর্ত মেনে চলতে হবে। গ্রন্থাগারে প্রবেশ ও বহির্গমনের জন্য আলাদা গেট ব্যবহার করতে হবে। স্বাস্থ্য সুরক্ষার নিয়ম অনুসারে ব্যবহৃত ফেসমাস্ক, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ডাস্টবিনে ফেলতে হবে।

Advertisement
Share.

Leave A Reply