fbpx

১৮ মিনিটেই অর্ধেক চার্জ, চলবে ৭৫ কি. মি.  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সম্প্রতি ভারতের ওলা ইলেকট্রেনিক স্কুটার ব্যাপক আলোচনায় এসেছে। এরই মাঝে এই স্কুটারের অগ্রিম বুকিং শুরু হয়ে গেছে।

এই স্কুটারের বিশেষত্ব হচ্ছে, এটি মাত্র ১৮ মিনিটে ৫০ শতাংশ চার্জ পূর্ণ করতে পারবে। যা দিয়ে অনায়েসেই ৭৫ কিলোমিটার রাস্তায় অতিক্রম করা যাবে। আর ফুলচার্জে ১৫০ কিলোমিটারের মতো রাস্তা পার হওয়া সম্ভব হবে বলে ওলার পক্ষ থেকে দাবি করা হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমদিনেই এক লাখ স্কুটার বুক করা হয়েছে। যা রীতিমতো রেকর্ড।

ওলার চেয়ারম্যান ভাবিশ আগরওয়াল বলেন, ‘আমাদের প্রথম বৈদ্যুতিক গাড়ির প্রতি ভারতের মানুষ যেভাবে আগ্রহ দেখাচ্ছেন, তাতে আমরা অভিভূত, আমরা বিস্মিত।’

এই স্কুটারটি বাজারে এনেছে ওলার অন্য একটি শাখা প্রতিষ্ঠান, যার নাম ওলা ইলেকট্রিক মোবিলিটি। মাত্র ৪৯৯ রুপি দিয়ে ওই ইলেকট্রিক স্কুটারটি বুকিং করা যাচ্ছে। আর পরে যদি স্কুটারটি কেনার ইচ্ছে না থাকে তাহলে ৪৯৯ টাকা ফিরিয়ে দেয়া হবে বলেও ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

এই স্কুটারে পুরো এলইডি লাইটিং, ফ্রন্ট ডিস্ক ব্রেকসহ বিভিন্ন সুযোগ-সুবিধা আছে। দ্রুত চার্জিংয়ের ব্যবস্থা ও আছে।

Advertisement
Share.

Leave A Reply