fbpx

১৯ প্রেক্ষাগৃহে সার্কাস দেখাবেন বিউটি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মাহমুদ দিদারের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’ ২৩ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের ১৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

খবরটি নির্মাতা নিজেই নিশ্চিত করেছেন।

২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি সার্কাসের মানুষের জীবনের গল্প নিয়ে শুরু হয় এ সিনেমার শুটিং। ২০০ জনের নির্মাণসঙ্গী নিয়ে প্রায় দুই হাজার গ্রামবাসীর অংশগ্রহণে চিত্রধারণের কাজ করেন পরিচালক। এ জন্য বিশাল সার্কাস প্যান্ডেল নির্মাণ ও গ্রামীণ মেলার আয়োজন করেন তিনি।

নির্মাতা বলেন, ‘বিউটি সার্কাস ভরপুর বিনোদন ও প্রতিশোধের এক গল্প। সার্কাসকে কেন্দ্র করে এক সাহসী নারীর লড়াই। আমরা মনে করি এ চলচ্চিত্রটি পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার মতো একটি ছবি। এক মুহূর্তও পর্দা থেকে চোখ ফেরাতে পারবেন না দর্শক। সকলকে আমন্ত্রণ। বাংলাদেশ মাতুক বিউটি সার্কাসে।’

২০১৪-১৫ অর্থবছরের সরকারের অনুদানপ্রাপ্ত এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, জয়া আহসান, এ বি এম সুমন, ফেরদৌস, তৌকির আহমেদ, শতাব্দী ওয়াদুদ, হুমায়ুন সাধু , গাজী রাকায়েতসহ অনেকেই।

১৯ প্রেক্ষাগৃহে সার্কাস দেখাবেন বিউটি

Advertisement
Share.

Leave A Reply