fbpx

১ ডিসেম্বরকে ‘মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণার দাবি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বীর মুক্তিযোদ্ধারা ১ ডিসেম্বরকে ‘মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণার দাবি জানিয়েছেন।

নিউইয়র্কে ১৬ ডিসেম্বর বিজয়ের ৫০তম বার্ষিকী উদযাপনের এক প্রস্তুতিসভায় এ আহ্বান জানান সেক্টর কমান্ডারস ফোরাম যুক্তরাষ্ট্র শাখার মুক্তিযোদ্ধারা। দেশটির স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে একটি রেস্টুরেন্টের পার্টি হলে এ সভা অনুষ্ঠিত হয়।

যেখানে সভাপতিত্ব করেন ফোরামের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ। সেই সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি।

তারা জানান, মুক্তিযোদ্ধাদের প্রায় দুই দশকের দাবি পূরণ করতে প্রতিবছর ১ ডিসেম্বর ‘মুক্তিযোদ্ধা দিবস’  ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে তা পালনের প্রস্তাব করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটির এ প্রস্তাবে একমতও প্রকাশ করেছে মন্ত্রণালয়। এখন শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন দরকার।

ফোরামের আহ্বায়ক আশরাব আলী খান লিটন জানান, ‘বিজয় দিবসের উৎসবে অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের সম্মান জানাবে ‘যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সন্তান ফোরাম’। দেশের শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানিয়ে আমরা নিজেরা ধন্য হতে চাই।’

আলোচনায় আরও অংশ নেন বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, আবুল বাশার চুন্নু, শামসুল আলম চৌধুরী, মোহাম্মদ সানাউল্লাহ, আব্দুর রহমান ও শহীদুল ইসলাম, ফোরামের কোষাধ্যক্ষ আলিম খান আকাশ, সদস্য আমজাদ হোসেন সুমন ও সুজন আহমেদ।

Advertisement
Share.

Leave A Reply