fbpx

২০১টি ফেসবুক আইডির মালিক নন ওবায়দুল কাদের

Pinterest LinkedIn Tumblr +

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেসে বেড়াচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নানা ধরনের ছবি। সেই ছবিগুলোতে কমেন্টগুলোও বেশ রসালো। কিন্তু এরকম ছবি পোস্ট করাতো দূরে থাক এই সব আইডির মালিকও নন ওবায়দুল কাদের।

তিনি জানান, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নামে দুই শতাধিক ভুয়া আইডি দেখা যাচ্ছে। শুধু মাত্র ভেরিফায়েড ফেসবুক আইডি ছাড়া এগুলো সব ভুয়া ।

১ মে শনিবার নিজের সরকারি বাসভবন থেকে নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাঁর ফেসবুক আইডি সম্পর্কে এ কথা জানান।

এসময় তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এই ২০১টি ভুয়া আইডি কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন বক্তব্য ও ছবি আপলোড করছে তারা আইনবিরুদ্ধ কাজ করছেন।’

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের তার ভেরিফায়েড আইডি ছাড়া অন্য সব ভুয়া আইডি থেকে প্রচারিত বক্তব্য বা ছবি অথবা অন্য কোনো কমেন্ট থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন।

Share.

Leave A Reply