fbpx

২০৩০ সালের মধ্যে বন উজার বন্ধের চুক্তিতে শতাধিক দেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জাতিসংঘের জলবায়ু বিষয়ক কপ-২৬ সম্মেলনে প্রথম বারের মত কোনো চুক্তিতে এসেছে বিশ্ব নেতারা। ২০৩০ সালের মধ্যে বন উজাড় শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।

মঙ্গলবার সংবাদ মাধ্যম বিবিএসি এই তথ্য দিয়েছে।

চুক্তি অনুযায়ী, বন উজাড় শূন্যের কোঠায় নামিয়ে আনতে এবং বনঞ্চলের স্বাভাবিকতা ধরে রাখতে সরকারি-বেসরকারি মিলিয়ে প্রায় ১ হাজার ৯২০ কোটি মার্কিন ডলার তহবিল গঠন করা হবে।

দাবানল নিয়ন্ত্রণ, বনভূমি সংস্কার ও আদিবাসী জনগোষ্ঠীর নিরাপত্তার জন্য এই তহবিলের অর্থ ব্যয় করা হবে। উন্নয়নশীল দেশও তহবিলের অর্থ পাবে। চুক্তিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

এছাড়া ব্রাজিল, কানাডা, রাশিয়া ও ইন্দোনেশিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, যুক্তরাজ্য এই চুক্তিতে রয়েছে। বিশ্বের মোট বনভূমির ৮৫ শতাংশই এই দেশগুলোতে। এছাড়া সবচেয়ে ঘন বন ব্রাজিলের অ্যামাজন। দেশটি সম্প্রতি বন উজারের মাত্রা কমিয়ে আনতে পদক্ষেপ নিয়েছে।

Advertisement
Share.

Leave A Reply