fbpx

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গতকাল শুক্রবার রাত থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

এদিকে আজ ১৭ জুলাই (শনিবার) ভোর থেকেই টোল আদায় বন্ধ রেখেছে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। সেতুর পূর্ব ও পশ্চিম পাশে আটকে আছে শত শত গাড়ি। আর এ কারণে সেতুতে টোল আদায় বন্ধ রাখা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে চলমান লকডাউন ৮ দিনের জন্য শিথিল করেছে সরকার। আর লকডাউন শিথিল ও ঈদকে কেন্দ্র করে মহাসড়কে পরিবহনের চাপ বেড়েছে কয়েকগুণ। সড়কে চলাচল বেড়েছে বাস-ট্রাকসহ বিভিন্ন পরিবহনের যার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে।

মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব, এলেঙ্গা, টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় এমন যানজট দেখা গেছে। এছাড়া বঙ্গবন্ধু সেতুর পশ্চিম হতে সিরাজগঞ্জ রোড পর্যন্ত রয়েছে পরিবহনের ধীরগতি।

হাইওয়ে পুলিশ জানায়, ‘মহাসড়কে তিনগুণের বেশি পরিবহন চলাচল করছে। এতে গাড়ির চাপ যেমন বেড়ে গেছে তেমনি সিরাজগঞ্জের অংশে মহাসড়কের বর্ধিতকরণ কাজের কারণে সৃষ্টি হওয়া যানজট টাঙ্গাইল এসে থেমেছে। এতে পরিবহন সহজেই সেতুর পার হতে পারছে না।

Advertisement
Share.

Leave A Reply