fbpx

২৩ ডিসেম্বর ঢাকা রক ফেস্ট, গাইবে ১৫ ব্যান্ড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা রক ফেস্ট ২.০। এতে অর্থহীন, ওয়ারফেজসহ ১৫টি জনপ্রিয় ব্যান্ড গান পরিবেশন করবে।

ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির বসুন্ধরার নবরাত্রি হলে কনসার্টটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান স্কাই ট্র্যাকার লিমিটেড। বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে এ উৎসব।

আয়োজকরা জানান, করোনার কারণে গত বছর ব্যান্ডপ্রেমীদের জন্য এ আয়োজন করতে পারেননি তারা। কিন্তু চলতি বছর রাজধানীবাসীকে মাতাতে এবং ২০২১ সালকে বিদায় জানাতে আয়োজন করা হচ্ছে ‘ঢাকা রক ফেস্ট ২.০।

দিনব্যাপী এ কনসার্টে অংশ নেবে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, অর্থহীন, অ্যাভয়েডরাফা, ক্রিপটিকফেট, ইনডালো, শুভযাত্রা, কনক্লুশন, সার্পনেল ম্যাথোড, ব্রহ্মপুত্র, দ্য ট্রি, সাবকনসাস, আফটারম্যাথ, থ্র্যাস, আরেকটা রক ব্যান্ড ও ক্যালিপসো।

২৩ ডিসেম্বর সকাল ১০টায় ‘ঢাকা রক ফেস্ট ২.০’-এর গেট খুলে দেয়া হবে। ১১টায় শুরু হওয়া কনসার্ট চলবে দিনব্যাপী। টিকিটের দাম রাখা হয়েছে ৫০০ টাকা।

Advertisement
Share.

Leave A Reply