fbpx

২৩ দিনে রেমিটেন্স এসেছে প্রায় ১২ হাজার কোটি টাকা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সেপ্টেম্বর মাসের ২৩ দিনে প্রবাসীরা দেশে ১৩৯ কোটি ১৭ লাখ মার্কিন ডলার বা ১১ হাজার ৮৭১ কোটি টাকা পাঠিয়েছেন। এই ধারা চলতে থাকলে চলতি মাস শেষে প্রবাসী আয় ১৮০ কোটি ডলার পৌঁছাবে বলে আশা করছেন বাংলাদেশে ব্যাংকের কর্মকর্তারা।

কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন বলছে, চল‌তি সেপ্টেম্বর মাসের ২৩ তারিখ পর্যন্ত রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ২৮ কোটি ১১ লাখ মার্কিন ডলার এবং বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১০৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৬১ লাখ ডলার এবং দুইটি বিশেষায়িত ব্যাংকের মধ্যে একটিতে এসেছে তিন কোটি মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে আরও জানা গেছে, এই ২৩ দিনে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে ৩৮ কোটি ১১ লাখ ডলার এসেছে। দ্বিতীয় স্থানে আছে ডাচ্–বাংলা ব্যাংক। সেখানে প্রায় ১৬ কোটি ৫৫ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এছাড়া অগ্রণী ব্যাংকে ১২ কোটি ১৫ লাখ ও সোনালী ব্যাংকে ৭ কোটি ৬৮ লাখ এবং রূপালী ব্যাংকে এসেছে ৪ কোটি ৮৮ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, গেল আগস্ট মা‌সে দেশে ১৮১ কোটি মা‌র্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা আগের মাস জুলাই‌য়ের চেয়ে ৬ কোটি ১৪ লাখ ডলার কম। এছাড়া আগের বছরের একই সময়ের চেয়ে তা ১৫ কোটি ৩৮ লাখ বা প্রায় ৮ শতাংশ কম।

২০২০-২১ অর্থবছরে প্রবাসীরা দেশে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠান, যা আগের অর্থবছরের চেয়ে ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থবছরে ১ হাজার ৮২০ কোটি ডলার বা ১৮ দশমিক ২ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। আর ২০১৮-১৯ অর্থবছরে ১ হাজার ৬৪২ কোটি ডলার রেমিটেন্স আসে দেশে।

২০১৯ সালের ১ জুলাই থেকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার।

Advertisement
Share.

Leave A Reply