fbpx

২৬ এপ্রিল থেকে করোনার প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২৬ এপ্রিল থেকে দেশে বন্ধ হয়ে যাচ্ছে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা দেওয়ার কার্যক্রম।

২৫ এপ্রিল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন গণমাধ্যমকে। এর আগে সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন মে মাসের প্রথম সপ্তাহে দেশে ২১ লাখ ডোজ টিকা আসবে বলে তাঁরা প্রত্যাশা করছেন।

দেশে এ পর্যন্ত সাড়ে ২১ লক্ষাধিক মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। টিকার এই ডোজ গ্রহণকারীর সংখ্যা ২১ লাখ ৫৫ হাজার ২৯৬। এরমধ্যে পুরুষ ১৪ লাখ ১৮ হাজার ৩০ এবং নারী ৭ লাখ ৩৭ হাজার ২৬৬ জন।

এদিকে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৭ লাখ ৮৮ হাজার ৮৮০ জন। এরমধ্যে ৩৫ লাখ ৯৬ হাজার ৩০৬ জন পুরুষ এবং নারী ২২ লাখ ২ হাজার ৫৭৪।

Advertisement
Share.

Leave A Reply