fbpx

২৬ টাকায় নেমেছে পেঁয়াজের দাম!

Pinterest LinkedIn Tumblr +

দিনাজপুরের হিলি স্থলবন্দরে অব্যাহতভাবে কমছে পেঁয়াজের দাম। দুদিনের ব্যবধানে পণ্যটির দাম কেজিপ্রতি পাইকারিতে ২৬ টাকায় নেমেছে। আমদানি বাড়ায় দেশীয় বাজারে বেড়েছে সরবরাহ। এ কারণেই পণ্যটির দাম কমছে।

বন্দরসংশ্লিষ্টরা জানান, দুদিন আগেও বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ ২৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। বর্তমানে তা কমে প্রকারভেদে ২৬-২৮ টাকায় নেমেছে। এছাড়া নগর জাতের পেঁয়াজের দাম ১ টাকা কমে কেজিপ্রতি ৩২-৩৩ টাকায় বিক্রি হচ্ছে। দাম কমায় বাজারে স্বস্তি ফিরেছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, বন্দর দিয়ে আমদানি কমায় পণ্যটির সরবরাহ কমে যায়। বাড়তে থাকে দাম। তবে পূজার বন্ধ শেষে ভারতের বিভিন্ন মোকামে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ লোডিং শুরু হয়। ফলে গত সপ্তাহ থেকেই হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বাড়তে থাকে। একইভাবে দেশের সব বন্দর দিয়েই অব্যাহত আছে আমদানি। ফলে দেশের বাজারে সরবরাহ বেড়েছে। এছাড়া দেশীয় পেঁয়াজের নিম্নমুখী বাজার দামে প্রভাব ফেলেছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, গত সপ্তাহ থেকেই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে। চলতি সপ্তাহের প্রথম দিন শনিবার বন্দর দিয়ে ২০টি ট্রাকে ৫৭৫ টন পেঁয়াজ আমদানি হয়। এর আগে আমদানি কমে তিন-পাঁচ ট্রাকে নেমে গিয়েছিল। গতকালও আমদানি অব্যাহত ছিল।

Share.

Leave A Reply