fbpx

২৬ নভেম্বর বাউবির এসএসসি পরীক্ষা শুরু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী শুক্রবার (২৬ নভেম্বর) শুরু হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীন চলতি বছরের এসএসসি পরীক্ষা।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) বাউবি’র ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৬ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়ে তা শেষ হবে ১০ ডিসেম্বর। এ পরীক্ষা শুধুমাত্র শুক্র ও শনিবার সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০১৪ ব্যাচের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা ২০২১ –এ অংশগ্রহণের এটি সর্বশেষ সুযোগ।

সারাদেশে এ বছর জেলা ও উপজেলা পর্যায়ে ৩০৩ টি কেন্দ্রে প্রায় ৮৩ হাজার ১৩৪ জন পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ৫২ হাজার ৫২৬ জন ছাত্র ও ৩০ হাজার ৬০৮ জন ছাত্রী রয়েছে।
চলতি বছরে শুধুমাত্র নৈর্বাচনিক বিষয়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যান্য আবশ্যিক বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পরীক্ষার্থীদের জন্য বাউবির নির্দেশনা

  • করোনা মহামারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
    পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে উপস্থিত হতে হবে।
  • পরীক্ষার সময় ১ ঘণ্টা ৩০ মিনিট।
  • মুঠোফোন ও মানিব্যাগ নিয়ে কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
  • পরিচয়পত্র ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবে না।
Advertisement
Share.

Leave A Reply