fbpx

২৬ মার্চ ৬ ঘন্টা খোলা থাকবে জাতীয় স্মৃতিসৌধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ সাভারের জাতীয় স্মৃতিসৌধ ছয় ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (২৪ মার্চ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে জানানো হয়েছে, ২৬ মার্চ সাভারে জাতীয় স্মৃতিসৌধ সকাল ৭টা থেকে ৯টা এবং দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

চিঠিতে এ বিষয়ে সব ধরনের গণমাধ্যমে ব্যাপক প্রচারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য ও সম্প্রচার সচিবকে অনুরোধ জানানো হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement
Share.

Leave A Reply