fbpx

২৭শে মার্চ শোভাযাত্রার অনুমতি পেল বিএনপি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২৬শে মার্চের বদলে ২৭শে মার্চ শোভাযাত্রা করতে বিএনপিকে পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। দলটি ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে রাজধানীতে শোভাযাত্রার অনুমতি চাইলে, ডিএমপি ২৬শে মার্চ শোভাযাত্রা করার অনুমতি না দিয়ে পরেরদিন করার পরামর্শ দেন।

এর আগে স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬শে মার্চ রাজধানীতে শোভাযাত্রা এবং ৩০শে মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। তবে এ দুটি কর্মসূচির একটিরও অনুমতি পায়নি দলটি।

সোমবার গণমাধ্যমকে অনুমতি না পাবার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী।

তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা চলছে, তাই তারা যেনো সমাবেশ না করেন, সেকথা জানিয়েছেন ডিএমপি। ২৬শে মার্চের শোভাযাত্রা করার বিষয়েও নানা বিধিনিষেধের কথা জানিয়ে পরেরদিন করার কথা বলেছে ডিএমপি। কর্মসূচির  বিষয়ে দলের সিনিয়র নেতারা আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলেও জানায় শহীদ উদ্দিন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে ১লা মার্চ থেকে বছরব্যাপী নানা কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি।

Advertisement
Share.

Leave A Reply