fbpx

২৭ সেপ্টেম্বরের পর থেকে বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস  

Pinterest LinkedIn Tumblr +

২৭ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের টিকার জন্য নিবন্ধন নিশ্চিত করতে হবে। আর এরপরই নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আর যাদের এনআইডি নাই, তারা জন্ম নিবন্ধন দিয়ে টিকার জন্য নিবন্ধন করবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ বিষয়টি পর্যবেক্ষণ করবে।

বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ভার্চু্যয়াল মাধ্যমে ইউজিসি, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য এবং শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক হয়। সেখানে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।

গত ১২ সেপ্টেম্বর প্রায় দেড় বছর বন্ধ থাকার পর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে থেকে সশরীরে শ্রেণি কার্যক্রম শুরু হয়।

Share.

Leave A Reply