fbpx

২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনার কারণে আপাতত খুলছে না দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। ১৪ ফেব্রুয়ারি স্কুল খোলার কথা থাকলেও তা বাড়িয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। কওমি মাদ্রাসা ছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ রাখার এই নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আপাতত স্কুল কলেজ না খোলার ইঙ্গিত দেন। ৩০ জানুয়ারি উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এমন কথা কথা বলেন।

এর আগে গেল ২২ জানুয়ারি স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে গাইডলাইন প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। যেখানে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে বলা হয়। স্কুল-কলেজগুলোতে ৩৯ পাতার গাইডলাইন পাঠানো হয়। পাশাপাশি  ৪ ফেব্রুয়ারির মধ্যে স্কুলগুলো প্রস্তুত করে রাখার নির্দেশও দেয়া হয়।

Advertisement
Share.

Leave A Reply