fbpx

২৯ মার্চ পবিত্র শবে বরাত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। তাই মঙ্গলবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী ২৯শে মার্চ সোমবার দিবাগত রাতে ‘শবে বরাত’ পালিত হবে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

১৪ই মার্চ রবিবার শবে বরাতের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়।

সভার সভাপতি ধর্ম সচিব মো. নুরুল ইসলাম বলেন, বাংলাদেশের আকাশে রবিবার শাবান মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। সোমবার রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং মঙ্গলবার থেকে শাবান মাস গণনা শুরু হবে।

তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান-উল-আলম, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

Advertisement
Share.

Leave A Reply