fbpx

৩য় বারের মত বিয়ের পিঁড়িতে আমির খান!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বলিউডে চলছে বিয়ের মৌসুম। তবে উঠতি বা নতুন প্রজন্মের কোন বলি তারকার বিয়ে নয়, এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খান। বিয়ের ক্ষেত্রে খুব শীঘ্রই নাকি হ্যাটট্রিক করতে চলেছেন ‘লাল সিংহ চড্ডা’ খ্যাত এই অভিনেতা।

পাত্রীর সঙ্গে আমিরের সমীকরণ নিয়ে অনেক দিন ধরেই চর্চা বলিপাড়ার অন্দরে। তবে এবার আমিরের সঙ্গে সেই অভিনেত্রীর প্রেমের জল্পনায় সিলমোহর দিলেন বলিউডের স্বঘোষিত সিনেমা সমালোচক কামাল আর খান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দাবি করেন, বলিউড  অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন আমির।

আমির খানের হাত ধরেই বলিউডে অভিষেক ফাতিমা সানা শেখের। ২০১৬ সালে ‘দঙ্গল’ ছবিতে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ তার। প্রথম ছবি থেকেই আমিরের সঙ্গে তার ঘনিষ্ঠতা চোখে পড়ার মতো। বলিউডে একাধিক পার্টিতে চর্চার বিষয় হয়েছে আমির ও ফাতিমার সম্পর্কের রসায়ন। তবে, এত দিন নিজেদের সম্পর্ক নিয়ে কখনও জনসমক্ষে মুখ খোলেননি আমির বা ফাতিমা কেউই।

আমিরের মেয়ের বাগ্‌দান অনুষ্ঠানেও দেখা গিয়েছে ফাতিমাকে। এবার আমিরের সঙ্গে তার বিয়ের খবর ফাঁস করলেন কামাল আর খান। একটি টুইটে তিনি লেখেন, ‘খুব শীঘ্রই নিজের মেয়ের বয়সি ফাতিমা সানা শেখের সঙ্গে বিয়ে করতে চলেছেন আমির খান। ‘দঙ্গল’ ছবির সময় থেকেই ফাতিমার সঙ্গে প্রেম করছেন আমির।’

যদিও কামাল আর খানের এই দাবির সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে অনেকের। কারণ এখনও আমির কিংবা ফাতিমার পক্ষ থেকে কোন ঘোষণা আসেনি।

গত কয়েক বছর ধরে পেশাগত ক্ষেত্রে বেশ কয়েক বার হোঁচট খেয়েছেন বলিউড তারকা আমির খান। তবে, সব থেকে বেশি খবরে থেকেছেন ব্যক্তিগত জীবনের উঠাপড়া নিয়ে। কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ থেকে শুরু করে ফাতিমার সঙ্গে প্রেমের কানাঘুষো, সব নিয়েই একাধিকবার শিরোনামে উঠে এসেছেন আমির। দিন কয়েক আগেই ফাতিমার সঙ্গে পিকলবল খেলতে দেখা গিয়েছিল আমিরকে। নিজেদের অজান্তেই ক্যামেরাবন্দি হয়েছিলেন দুজনে। তখনও একে অপরের সঙ্গে বেশ সাবলীল দেখাচ্ছিল আমির ও ফাতিমাকে। তবে কি জল্পনাই সত্যি? ফতিমার সঙ্গেই কি ফের নতুন করে শুরু করতে চলেছেন মিস্টার পারফেকশনিস্ট? উত্তরের অপেক্ষায় আমির-ফাতিমার ভক্ত অনুরাগীরা।

Advertisement
Share.

Leave A Reply