fbpx

৩০ মার্চ নয়, ঈদের পর খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান : শিক্ষামন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী, আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তা আপাতত খোলা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ঈদের পর খুলবে সকল শিক্ষাপ্রতিষ্ঠান।

আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের এক অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের দীপু মনি এ কথা জানান।

তিনি বলেন,, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ঝুঁকির কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে নতুনভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান দীপু মনি।

এর আগে, ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ৩০ মার্চ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এরপরই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর স্কুল-কলেজ খোলার বিষয়ে প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে। এক্ষেত্রে, দুই মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে শিক্ষকদের টিকাগ্রহণ বাধ্যতামূলক করে দেয়। এখন পর্যন্ত প্রায় ৮৫ শতাংশ শিক্ষক করোনা টিকার আওতায় এসেছে বলে জানা গেছে।

তবে, স্কুল-কলেজ খোলার বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে।

Advertisement
Share.

Leave A Reply