fbpx

৩১ অক্টোবর খুলবে নোবিপ্রবির হল

Pinterest LinkedIn Tumblr +

দেড় বছর পর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক হল আগামী ৩১ অক্টোবর খোলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ শুক্রবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এক বৈঠকে ৩১ অক্টোবর থেকে হল খোলার বিষয়ে সিদ্বান্ত নেওয়া হয়।

বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদার-উল আলম জানিয়েছেন, হলে উঠতে হলে শিক্ষার্থীদের অবশ্যই এক ডোজ করোনা ভাইরাসের টিকা দেওয়া থাকতে হবে। তা না হলে, কোনো শিক্ষার্থীকে হলে ওঠার অনুমতি দেওয়া হবে না।

বিশ্ববিদ্যালয় সূত্র থেকে জানা যায়, আবাসিক হলগুলো ৩১ অক্টোবর, রবিবার সকাল ১০টায় খুলে দেওয়া হবে। আবাসিক শিক্ষার্থীদের করোনার টিকা কার্ড ও হলের পরিচয়পত্র (বোর্ডিং কার্ড) দেখে হলে প্রবেশ করতে দেওয়া হবে।

Share.

Leave A Reply