fbpx

৩১ আগস্ট পর্যন্ত স্কুল বন্ধ থাকবে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের চলমান ছুটি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় এই ছুটি বাড়ানো হয়েছে।

এসময় নিজ ও অন্যদের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় শিক্ষার্থীদেরকে নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে হবে। পাশাপাশি, অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক সময়ে সময়ে জারিকৃত নির্দেশনা ও অনুশাসনসমূহ শিক্ষার্থীদের মেনে চলতে হবে।

শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে নজর রাখবেন।

এর পাশাপাশি, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের শিক্ষার্থীরা যেন বাসস্থানে অবস্থান করে নিজ নিজ পাঠচর্চা করে সে বিষয়টি অভিভাবকের মাধ্যমে নিশ্চিত করবেন বলে বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply