fbpx

৩১ জুলাই পর্যন্ত ভারতের সাথে সীমান্ত বন্ধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় আগামী ৩১ জুলাই পর্যন্ত আবারও ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

১৩ জুলাই (মঙ্গলবার) সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস।

এই সময়ের মধ্যে স্থল সীমান্ত দিয়ে বাংলাদেশিরা সপ্তাহে তিনদিন প্রবেশ করতে পারবেন বলে জানান সচিব। তবে যারা বাংলাদেশে আসবেন তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আবারও সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় গত এপ্রিল থেকে বন্ধ রয়েছে ভারতের সাথে বাংলাদেশের সব সীমান্ত। তবে কয়েকটা স্থল সীমান্ত বন্দর দিয়ে ভারত থেকে ফেরার জন্য বাংলাদেশিদের সুযোগ দেওয়া হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply