fbpx

৩৮ স্ত্রী, ৮৯ সন্তান রেখে মারা গেলেন জিওনা চানা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্বের সবচেয়ে বড় সংসারের কর্তা জিওনা চানা রবিবার মারা গেছেন। ভারতের উত্তর–পূর্বাঞ্চলের রাজ্য মিজোরামের এ বাসিন্দার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যু কালে তিনি রেখে গেছেন ৩৮ স্ত্রী, ৮৯ সন্তান ও ৩৩ জন নাতি–নাতনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জিওনার পুরো নাম জিওনঙ্ঘাকা। রবিবার মিজোরামের একটি হাসপাতালে মারা যান তিনি। রাজ্যের বাকতাওং ত্লাংনুয়াম গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন জিওনা।

টুইটারে জিওনার মৃত্যুতে এক টুইটার বার্তায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা।

১৯৪৫ সালের ২১ জুলাই, মিজোরামে জন্ম নিয়েছিলেন জিওনা। মাত্র ১৭ বছর বয়সে তিনি প্রথম বিয়ে করেন। এরপর একে একে ঘরে তোলেন ৩৮ স্ত্রীকে। ঘর আলো করে আসে ৮৯ জন সন্তান। রয়েছে ৩৩ জন নাতি–নাতনি।

জিওনার গ্রামে তার বড় পরিবার দেখতেই দূর দূরান্ত থেকে ছুটে আসতেন পর্যটকরা।

Advertisement
Share.

Leave A Reply