fbpx

৩ টি জনপ্রিয় ভিপিএনের ধারণা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) এর পুরো নাম। ব্লক করা সাইটে ঢুকতে, তথ্যের গোপনীয়তা রক্ষায় এবং সেনসিটিভ কন্টেন্ট ব্রাউজ করার সময় নিজেকে সুরক্ষিত রাখতে ইউজাররা ভিপিএন ব্যবহার করে থাকেন।

বিবিএস বাংলা’র পাঠকদের জন্য আজ থাকছে জনপ্রিয় তিনটি ভিপিএন সম্পর্কে ধারণা :

জেনমেট (ZenMate VPN)

সেরা ভিপিএনের মধ্যে অন্যতম একটি হলো জেনমেট। এটি মূলত লাইট ওয়েট ব্রাউজার। এর কোনো সাইন আপ নেই এবং শুধুমাত্র ইমেইল ব্যবহার করে সুরক্ষিত এবং ব্যক্তিগত ব্রাউজিং এর সেবা পাবেন।

হটস্পট শিল্ড (hotspot shield VPN)

বিনামূল্যে ব্যবহারের জন্য সেরা ভিপিএনগুলোর মধ্যে আছে এটি। নিরাপত্তার দিক থেকে ভালো ও এর ইউজও সহজ। বর্তমানে এই ভিপিএন সার্ভিসের ৫০০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে।

টানেল বিয়ার (Tunnel Bear VPN)

সবচেয়ে ভালো ভিপিএনের মধ্যে এটি অন্যতম। টানেলবিইয়ারের ডিজাইন বেশ হালকা ও সিম্পল। এর ব্যবহারও সহজ। নিরাপত্তা ব্যবস্থাও ভালো। এটি বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যায়।

 

Advertisement
Share.

Leave A Reply