fbpx

৪০ কিলোমিটার জুড়ে যানজট সিরাজগঞ্জ মহাসড়কে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের চলমান লকডাউন ঈদ যাত্রার কথা মাথায় রেখেই ৮ দিনের জন্য শিথিল করেছে সরকার। তবে টানা ১৪ দিন লকডাউন শেষে সকাল থেকে আবারও তার চেনা রুপে ফিরেছে পুরো দেশ। বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কসহ সিরাজগঞ্জের সকল মহাসড়কে ৪০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে আছে হাজার হাজার গাড়ি, সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

১৫ জুলাই (বৃহস্পতিবার) সকাল থেকেই মহাসড়কে হাজার হাজার যানবাহন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে।

৪০ কিলোমিটার জুড়ে যানজট সিরাজগঞ্জ মহাসড়কে

ছবি: সংগৃহীত

রাজশাহী, পাবনা ও বগুড়া তিনটি রুটের গাড়ি বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে প্রবেশ করার কারণে মহাসড়কটিতে সবসময়ই চাপ থাকে। যার ফলে যানজটের সৃষ্টি হয় বলে জানিয়েছেন, সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল কাদের।

তিনি জানান, বঙ্গবন্ধু সেতুর গোলচত্বর থেকে হাটিকুমরুল পর্যন্ত এবং হাটিকুমরুল থেকে বগুড়া মহাসড়কের চান্দাইকোনা পর্যন্ত সকাল থেকেই থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। এর মধ্যে, বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এর তীব্রতা বেড়েই যাচ্ছে। ট্রাফিক ও হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে।

Advertisement
Share.

Leave A Reply