fbpx
BBS_AD_BBSBAN
২৯শে নভেম্বর ২০২৩ | ১৪ই অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

৪২ ও ৪৩ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সরকারি একটি ভালো চাকরির জন্য যারা অপেক্ষা করছিলেন, তাদের অপেক্ষার পালা শেষ। পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) প্রকাশ করেছে ৪২ ও ৪৩ তম বিসিএসের বিজ্ঞপ্তি।

পিএসসির ওয়েবসাইটে সোমবার (৩০ নভেম্বর) রাতে এই দু’টি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

৪২ তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা সংকট মোকাবেলায় ২ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। আর এজন্য ৩’শ নম্বরের (এমসিকিউ লিখিত পরীক্ষা ২’শ নম্বর ও মৌখিক ১’শ নম্বরের) পরীক্ষার মাধ্যমে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।

এতে অংশ নিতে ৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন ফরম পূরণ করে ফি জমা দেওয়া যাবে। তবে, ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন করতে হবে।

অপরদিকে, ৪৩ তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮’শ ১৪ জন কর্মকর্তা নেয়া হবে। এর মধ্যে, ৩’শ প্রশাসন ক্যাডারে , পুলিশ ক্যাডারে ১’শ, ২৫ জন পররাষ্ট্র ক্যাডারে, শিক্ষা ক্যাডারের জন্য ৮’শ ৪৩ জন, ৩৫ জন অডিটে, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, ১৪ জন কাস্টমসে ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেয়া হবে। এতে অংশ নিতে ৩১ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন ফরম পূরণ করে ফি জমা দেয়া যাবে। আর আবেদন করতে হবে ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬টার মধ্যে।

এছাড়া, পিএসসি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়েছে। এখন প্রার্থীরা মৌখিক পরীক্ষার দিন ঘোষণার অপেক্ষায় রয়েছে।

 

 

 

Advertisement
Share.

Leave A Reply