fbpx

৪৩ কৃষি শ্রমিককে হত্যা করেছে বোকো হারাম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

৪৩ কৃষি শ্রমিককে হত্যা করেছে বোকো হারাম যোদ্ধারা। তথ্যটি জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরের কাছে ধানের জমিতে শনিবার নাইজেরিয়ার এই জঙ্গি সংগঠনটি এ ঘটনা ঘটায়।

জিহাদ বিরোধী একজন মিলিশিয়া বলেন, ‘খোশোবে গ্রামে হত্যাকারীরা কৃষি শ্রমিকদের হাত পা বেঁধে গলা কেটে হত্যা করে।’

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন, নির্বোধ এই হত্যাকাণ্ডে পুরো দেশ আহত হয়েছে।

মিলিশিয়া নেতা বাবাকুরা কোলো জানান, তারা ৪৩টি লাশ উদ্ধার করেছে। সকলকেই গলা কেটে হত্যা করা হয়েছে। ছয়জন গুরুতর আহত হয়েছে।

অপর এক মিলিশিয়া ইব্রাহিম লিমান জানান, নিহত এসব শ্রমিক প্রায় এক হাজার কিলোমিটার দূরের সোকাতো রাজ্য থেকে কাজের খোঁজে উত্তরপূর্বাঞ্চলে আসে।

এ ধরণের ৬০ জনকে ধানের জমির কাজে নিযুক্ত করা হয়। এর মধ্যে ৪৩ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। ছয়জন আহত হয়েছে। বাকী আটজন নিখোঁজ রয়েছে। মনে করা হচ্ছে এদের অপহরণ করা হয়েছে।

বোকো হারাম ও আইএসডব্লিওএপি আইএস সংশ্লিষ্ট প্রতিদ্বন্দ্বী গ্রুপ। সেনাবাহিনী ও স্থানীয় মিলিশিয়াদের কাছে তথ্য পাচার ও গুপ্তচরকাজে নিয়োজিত রয়েছে এমন সন্দেহে বোকো হারাম রাখাল, কৃষক ও শ্রমিক জাতীয় লোকজনকে টার্গেট করে তাদের হত্যা করে।

গত মাসেও পৃথক দুটি ঘটনায় বোকো হারাম জমিতে সেচ দেয়ার কাজে নিয়োজিত ২২ কৃষিশ্রমিককে হত্যা করেছে।

Advertisement
Share.

Leave A Reply