fbpx

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষা কবে শুরু, জানালো পিএসসি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ২৯ ডিসেম্বর থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৯ ডিসেম্বর থেকে ১১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাবলী যথাসময়ে সংবাদ মাধ্যম ও কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে।

গত ২৭ মে ৪৪তম বিসিএসের প্রিলমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় মোট আবেদন জমা পড়েছিল ৩ লাখ ৫০ হাজার ৭১৬টি। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৭৬ হাজার ৭৬০ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিল ২১ শতাংশ শিক্ষার্থী। বিসিএসে প্রিলিতে পাশ করেন ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

Advertisement
Share.

Leave A Reply