মঞ্চে আসছে সৈয়দ জামিল আহমেদের নির্দেশনায় নতুন নাটক ’৪.৪৮ মন্ত্রাস’। নাটকটি প্রযোজনা করেছে ’স্পর্ধা’।
আসছে ১৮-৩১ ডিসেম্বর বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটকটি। ব্রিটেনের নাট্যকার সারাহ কেইনের ‘ফোর পয়েন্ট ফোর এইট সাইকোসিস’ অবলম্বনে নাটকটি নির্মাণ হচ্ছে। এর বাংলা অনুবাদ করেছেন শাহমান মৈশান ও শরীফ সিরাজ।

ব্রিটিশ নাট্যকার সারাহ কেইন। ছবি : সংগৃহীত
জামিল আহমেদের নাটক দর্শকের দ্বিতীয়বার দেখার সুযোগ নেই। কারণ, দ্বিতীরবার মঞ্চস্থ হয়না। তাঁর নাটক মানেই নতুন উন্মাদনা, নতুন কিছু দেখার লোভ। যে লোভ সামলানো প্রায় অসম্ভব। তরুণ দর্শকের কাছে তো বটেই সব বয়সীদের কাছেই জামিল আহমেদের নাটক মানেই নতুন অভিজ্ঞতা, নতুন নতুন সৃষ্টির সাথে পরিচয়।
তাঁর নির্দেশিত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘বেহুলার ভাসান’, ‘চাকা’, ‘সঙ ভঙ চং’, ‘রেজওয়ান’, ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’

জামিল আহমেদের নাটক মানেই নতুন অভিজ্ঞতা, নতুন সৃষ্টির সাথে পরিচয়। ছবি : সংগৃহীত
শো টাইম
১৮ ডিসেম্বর । উদ্বোধনী মঞ্চায়ন। সন্ধ্যা ৭টা ৩০
১৯ ডিসেম্বর। বিকাল ৪টা। এবং সন্ধ্যা ৭ টা ৩০
২০ – ২৪ ডিসেম্বর। সন্ধ্যা ৭ টা ৩০
২৫ ও ২৬ ডিসেম্বর। বিকাল ৪টা এবং সন্ধ্যা ৭টা ৩০
২৭ – ৩০ ডিসেম্বর। সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট
৩১ ডিসেম্বর । সমাপনী মঞ্চায়ন । বিকাল ৪টা
আসন বিন্যাস
১০০০ টাকা = ১, ২ সারি
৫০০ টাকা = ৩, ৪, ৫, ৬, ৭ সারি
৩০০ টাকা = ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ সারি
অনলাইনে টিকেট এর জন্য ভিজিট করতে পারেন এই ঠিকানায়।
www.bdeticket.com

নাটকটির পোস্টার ডিজাইন করেছেন সব্যসাচী হাজরা।