fbpx

৫ দেশের কারণে ঝুলে আছে রোহিঙ্গা সংকট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জাতিসংঘের স্থায়ী পরিষদের পাঁচ সদস্যে দেশের জন্য রোহিঙ্গা সংকট ঝুলে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তবুও এই সংকটের সমাধান হবে বলে প্রত্যাশা করেন মন্ত্রী।

২৪ অক্টোবর (রোববার) জাতীয় প্রেসক্লাবে জাতিসংঘ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা জানান।

মন্ত্রী জানান, রোহিঙ্গা সংকট মোকাবিলা করছে বাংলাদেশ। তবে জাতিসংঘের স্থায়ী পরিষদের পাঁচ সদস্যের জন্য রোহিঙ্গা সংকট ঝুলে আছে। এদের মধ্যে চীন ও রাশিয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন তবুও আমরা প্রত্যাশা করছি এ সংকটের সমাধান হবে।

ড. মোমেন বলেন, জাতিসংঘ আমাদের অনেক প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবুও জাতিসংঘের অবদান কোনোভাবেই অস্বীকার করা যাবে না। জাতিসংঘ সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রেখেছে। সেজন্য জাতিসংঘ বাংলাদেশকে নিয়ে গর্বিত। বাংলাদেশও জাতিসংঘকে নিয়ে গর্বিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুল ইসলাম এমপি। আরও ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকাবাসীর সভাপতি শুকুর সালেক প্রমুখ।

Advertisement
Share.

Leave A Reply