fbpx

৬ মে থেকে শর্তসাপেক্ষে চালু হচ্ছে গণপরিবহন: কাদের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ৬ মে থেকে শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৩ মে) সকালে এক মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, জেলার গাড়িগুলো জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং কোনোভাবেই জেলার সীমানা অতিক্রম করতে পারবে না। সিটির ক্ষেত্রেও সিটি পরিবহন সিটির বাইরে যেতে পারবে না বলেও জানান মন্ত্রী।

এছাড়া ঢাকা থেকে ছেড়ে যাওয়া কোনো গাড়ি ঢাকার বাইরে যেতে পারবে না। এবং পরিবহনগুলোকে অবশ্যই অর্ধেক আসন খালি রেখে নতুন সমন্বয়কৃত ভাড়ায় চলতে হবে বলেও উল্লেখ করেন সেতুমন্ত্রী।

যেসব পরিবহন যাত্রী বহন করবে, তাঁদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না, পরিবহন শ্রমিক ও যাত্রীদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে এবং প্রতি ট্রিপে গাড়ি জীবাণুমুক্ত করতে হবে।

Advertisement
Share.

Leave A Reply