fbpx

৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর ১৮ বছরের বেশি যে কোনো নাগরিক টিকাদান কেন্দ্রে জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই তাকে টিকা দেওয়া হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৭ জুলাই) সচিবালয়ে করোনা সংক্রমণের সার্বিক বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

বৈঠকে চলমান বিধিনিষেধ শিথিলের বিষয়ে শিল্পপতিদের অনুরোধ গ্রহণ করা হচ্ছে না বলেও জানান তিনি। আর চলমান লকডাউন বাড়ছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্র নেওয়া হয়নি বলে জানান মন্ত্রী।

টিকাদান প্রক্রিয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ টিকা কার্যক্রম মনিটরিং করবেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Advertisement
Share.

Leave A Reply