fbpx

৭ মাস পর চালু হচ্ছে ঢাকা-যশোর রুটে বিমান চলাচল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

৭ মাস বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে ঢাকা-যশোর-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট।

২৮শে মার্চ থেকে এ রুটে ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে জানায়, করোনাভাইরাস মহামারির কারণে গত বছরের ১৫ই আগস্ট থেকে বন্ধ ছিল এই রুটের ফ্লাইট। ২৮শে মার্চ থেকে ঢাকা-যশোর-ঢাকা রুটে সপ্তাহে নয়টি ফ্লাইট চলাচল করবে। একইসঙ্গে ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে সপ্তাহে তিনটির পরিবর্তে চলবে ১০টি ফ্লাইট।

২৬শে মার্চ ঢাকা-বরিশাল-ঢাকা রুটের ফ্লাইটও পুনরায় চালুর কথা আগেই জানিয়েছে বিমান বংলাদেশ এয়ারলাইনস।

বর্তমানে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর মধ্যে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার ও সৈয়দপুর রুটে বিমানের ফ্লাইট চলাচল করছে। এখন বন্ধ আছে শুধু ঢাকা-রাজশাহী বিমান চলাচল।

Advertisement
Share.

Leave A Reply